কেউই লকডাউন এখনই তুলে দিতে বলেননি

কোভিড ওয়ান নাইন মোকাবিলায় ত্রিপুরা সরকার রাজনৈতিক দল্গুলিকে নিয়ে মিটিঙ করেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, রাজনৈতিক দলগুলিকে বিস্তৃতভাবে বোঝানো হয়েছে সরকারের কাজকর্ম। সব রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে সচেতনতা তৈরীর ব্যাপারে সবাই একমত হয়েছেন।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান পিযূষকান্তি বিশ্বাস বলেছেন, এখনই আনন্দে লকডাউন তুলে দেয়া যাবে না। সামাজিক দূরত্ব রাখতেই হবে। যতদিন ভ্যাকসিন আসছে, ততদিন সাবধানেই থাকতে হবে।

আইনমন্ত্রী  রতনলাল নাথ বলেছেন, সব দলই গঠনমূলক প্রস্তাব দিয়েছে। কেউই লকডাউন তুলে দেয়ার জন্য নির্দিষ্ট করে বলেননি।

প্রধান বিরোধীদল  সিপিআই(এম) মিটিঙের পর বুধবারে কিছু বলেনি, দুপুরে আজ দলের ত্রিপুরার সম্পাদক গৌতম দাস তাদের বক্তব্য জানিয়েছেন। ত্রান দিতে গিয়েও বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন।

সব দলের মিটিঙে সরকার-বিরোধী পক্ষের নেতাদের সবার মুখে মাস্ক বা আবরণ ছিল না। কারও মুখে ছিলই না, কারও গলায়, থুতনিতে ঝোলানো ছিল মাস্ক।

ত্রিপুরায় নিয়ম চালু হয়েছে, অফিসে কিংবা পাব্লিক প্লেসে মাস্ক কিংবা আবরণ পরা বাধ্যতামূলক। না পরলে জরিমানা হতে পারে।

COMMENTS