খোলা মাঠে শিক্ষিকার পোড়া দেহ!

ত্রিপুরার মোহনপুর মহকুমায় খোলা মাঠে পাওয়া গেল এক শিক্ষিকার আধপোড়া দেহ।

মোহনপুরের কাঙ্গাছড়ার সহেলি ( কল্পিত নাম), বয়স ২২, তাকে সকালে পাওয়া গেছে এই অবস্থায়।

পুলিশ দেহ মর্গে পাঠিয়েছে। সন্দেহ করে একজনকে আটক করেছে পুলিশ।বিস্তৃত এখনও জানা যায়নি।

সহেলি স্কুল শিক্ষিকা, বাড়িতেও ছাত্র পড়াতেন।

বিকাল চারটার দিকে সহেলি বাড়ি থেকে বেরিয়েছিলেন কিছু কাগজপত্র ফটোকপি করাতে। মোহনপুর বাজার থেকে ফোনে কথাও হয় তার মা-র সাথে।

তার কিছুক্ষণ পরেই সহেলির এক বান্ধবী তার বাড়িতে জানান, থানায় যেন যোগাযোগ করেন তারা, সহেলি কিছু সন্দেহজনক যুবকের পাল্লায় পড়েছেন। সহেলি’র ফোন তখন ‘স্যুইচড অফ’। সন্ধ্যায় থানায় গিয়েছিলেন বাড়ির লোকজন। থানা থেকে খোঁজখবর করতে বলা হয়, বলেছেন সহেলি’র মা।

সকালে পাওয়া যায় তার পোড়া দেহ। তার বাড়ি থেকে কয়েকশ’ মিটার দূরে।
কাঙাছড়ায় গত সন্ধ্যায় দীর্ঘসময় বিদ্যুৎ পরিসেবা বন্ধ ছিল। তখনই এই ঘটনা বলে সন্দেহ।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS