ত্রিপুরায় মাস্ক-আবরণ না থাকলেই জরিমানা

মুখে মাস্ক, বা কোনও আবরন  না থাকলে জরিমানা দিতে হবে। অফিসে কিংবা পাব্লিক প্লেসে, সবাইকেই মাস্ক পরতে হবে। ত্রিপুরা মন্ত্রীসভা সিধান্ত নিয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।করিডরে, অফিসে সব জায়গায় লাগাতে হবে। একজনের বেশি থাকলেই এই মাস্ক বাধ্যতামূলক। কোনও ঘরে বা বাইরে মাইকে কথা বলতে বা ভাষণ দিতে  এই নিয়ম থাকে কিনা, তা জানা যায়নি।

মুখে মাস্ক, বা কোনও আবরন  না থাকলে জরিমানা দিতে হবে। অফিসে কিংবা পাব্লিক প্লেসে, সবাইকেই মাস্ক পরতে হবে। ত্রিপুরা মন্ত্রীসভা সিধান্ত নিয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।করিডরে, অফিসে সব জায়গায় লাগাতে হবে। একজনের বেশি থাকলেই এই মাস্ক বাধ্যতামূলক।

কোনও ঘরে বা বাইরে মাইকে কথা বলতে বা ভাষণ দিতে  এই নিয়ম থাকে কিনা, তা জানা যায়নি।

COMMENTS