নিরাপত্তা উপকরণ নেই অভিযোগ,ত্রিপুরায় বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

নিরাপত্তা উপকরণ নেই অভিযোগ,ত্রিপুরায় বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

মাস্ক, পিপিই, গ্লাভস পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। যা পাচ্ছেন তাও যথেষ্ট না সুরক্ষার দিক থেকে। এসব অভিযোগ  নিয়ে আজ নার্স এবং হাসপাতালের অন্য কর্মীরা বিক্ষোভ দেখালেন। ঘটনা ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে।
হাসপাতালের নার্সদের বক্তব্য, এন-৯৫ মাস্ক চেয়েও তারা পাননি। তাদের দেয়া হয়েছে কাপড়ের মাস্ক। গ্লাবস যা দেয়া হয়েছে তা নিম্ন মানের। এসব গ্লাবস পড়ে অনেক নার্সের হাতে গোটা উঠেছে। তারা অনেক দিন ধরে হাসপাতালের মেডিক্যাল সুপারের কাছে নিজদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেছিলেন।
এক নার্সের বক্তব্য, সুরক্ষা ছাড়া তারা  কীভাবেে রোগীদের কাছে যাবেন, এক মিটার দূর থেকে তো আর ইনজেকসন দেয়া যায় না!
উনকোটি জেলা হাসাপাতলের এক চিকিৎসক ডাঃতাপস দত্ত বলেছেন, বাজার থেকে নিজেরাই মাস্ক কিনে তারা ব্যবহার করছেন। সুরক্ষার সামগ্রী পাচ্ছেন না, পেলেও তা সামান্য।
জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ জে এম ত্রিপুরা বলেছেন, তিনি আগরতলায় বিষয়টি জানিয়েছেন। বাজার থেকেও কেনার চেষ্টা করেছেন, পাননি,বাজারে এলে তিনি কিনবেন। এন-৯৫ মাস্ক পাওয়া গেলে সরবরাহ করা হবে। গ্লাবস দেয়া হয়েছে। মেডিক্যাল সুপার বলেছেন, তিনি নিজেই কাপড়ের মাস্ক ব্যবহার করছেন।সুরক্ষা উনার নিজেরও নেই।

COMMENTS