আত্মঘাতী মহিলা কোভিড পজিটিভ ছিলেন, শেষকৃত্যে বিড়ম্বনা!

আত্মঘাতী মহিলা কোভিড পজিটিভ ছিলেন, শেষকৃত্যে বিড়ম্বনা!Featured Video Play Icon

ত্রিপুরায় একজন  মহিলা আত্মঘাতী হয়েছেন  হাসপাতালে। পরে জানা গেছে, তিনি কোভিড-ওয়ান নাইন পজিটিভ ছিলেন।
তার শেষকৃত্য নিয়ে সমস্যা পড়তে হল প্রশাসনকে। প্রথমে ঠিক ছিল আগরতলার রামনগর এলাকার কবরস্থানে হবে শেষকৃত্য।
সে কথা জানিয়েও ছিলেন  আইনমন্ত্রী মন্ত্রী রতন লাল নাথ। কিন্তু সন্ধ্যার পর সেখানে সরকারি কর্মীরা দেহ নিয়ে গেলে বেঁকে বসেন এলাকার মানুষ। তারা সেখানে দেহ কবর দিতে   রাজি নন।  বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে রাখা ছিল। ঘটনাস্থলে ছিলেন সদরের মহকুমা শাসক অসীম সাহা, মহকুমা পুলিশ আধিকারিক। অনেক সময়  সেখানে দেহ নিয়ে দাঁড়িয়ে থাকেন সরকারি কর্মীরা। এলাকার মানুষকে তারা বোঝানোর চেষ্টা করেন বারবার। পরে সেখান থেকে সরে আসতে বাধ্য হন।

জিবিপি হাসপাতালে এক মহিলা মঙ্গলবার সকালে আত্মহত্যা করেছিলেন ফ্লু ওয়ার্ডে। পরে জানা যায় মহিলা করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল তার সোয়াব স্যাম্পল নেয়া হয়েছিল। আজকে সকালে তার রিপোর্ট আসে পজিটিভ। রাতে নিয়ে যাওয়া হয় আমতলী থানা এলাকার মতিনগরে। সেখানেও এলাকার মানুষ বাধা দেন। পরে অবশ্য মতিনগরের কবরস্থানেই শেষকৃত্যের কাজ চলছে বলে জানা গেছে খবর লেখার সময়।

 

COMMENTS