কোভিড কেয়ার সেন্টারে গন্ডগোলঃ পুলিশ রিমান্ড, জেসি’র আর্জি খারিজ, জামিন পেলেন সব অভিযুক্ত

কোভিড কেয়ার সেন্টারে গন্ডগোলঃ পুলিশ রিমান্ড, জেসি’র আর্জি খারিজ, জামিন পেলেন সব অভিযুক্তFeatured Video Play Icon

ত্রিপুরায় দুই কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের সাথে অভব্যতা, সরকারি কাজে বাধা দেয়া, ইত্যাদি অভিযোগে গ্রেফতাএ করা হয়েছিল ছয়জনকে আজ, তারা সবাই জামিন পেয়েছেন আজই।
এক অতিরিক্ত সরকারী উকিল, এবং আরও পাঁচজন গ্রেফতার হয়েছিলেন।

সরকারী উকিল এবং অন্য তিনজনের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল, তারা অন্তবর্তী জামিন পেয়েছেন।

একটি ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারের এবং অন্যটি হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টারের ঘটনা।
ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে এক অতিরিক্ত সরকারী উকিল এবং আরও তিনজনকে গ্রেফতার হয়েছিলেন। আগরতলার শহিদ ভগৎ সিং যুব আবাসের সিসিসি-তে কয়েকজন রোগী স্বাস্থ্যকর্মীদের দিকে থুথু ছিটিয়েছেন, এবং তার ওপর দোতলার বেলকনি থেকে জলকুলি ফেলেছেন বলে জেলা আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী, জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন।

অন্য ঘটনাটি হাঁপানিয়ার, সে ঘটনায় গ্রেফতার হয়েছিলেন দুজন। একজন রোগী পড়ে গিয়ে ব্যাথা পেয়েছিলেন, তখন স্বাস্থ্যকর্মীদের কাজে বাধা দেন, সেন্টারের গেটের সামনে বেরিয়ে আসতে রোগীদের উস্কে দেন, খাবার নিয়ে অভিযোগ তুলেন, ইত্যাদি আদালতের কাছে বলা হয়েছে তাদের ব্যপারে। তাদের জন্য বিচারবিভাগীয় হেফাজত চাওয়া হয়েছিল।
তারা দু’জনেই নিয়মিয় জামিন পেয়েছেন।

আসামীদের জামিন পাওয়ার খবর পাব্লিক প্রসিকিউটররাই নিশ্চিত করেছেন।

 

COMMENTS