অবসন্ন কোভিড যোদ্ধা পিপিই গায়েই শুয়ে পড়লেন রাস্তায়

অবসন্ন কোভিড যোদ্ধা পিপিই গায়েই শুয়ে পড়লেন রাস্তায়Featured Video Play Icon

রোগী নামিয়ে ফিরে যাচ্ছিলেন। ক্লান্ত, অবসন্ন কোভিড যোদ্ধা গাড়ি চালক, আর পারলেন না, গাড়ি থামিয়ে রাস্তায়ই শুয়ে পড়লেন।
তখনও গায়ে পিপিই কিট।

গোমতী জেলার চেলাগাং থেকে সন্ধ্যায় রোগী নিয়ে আসেন হাঁপানিয়ার কোভিড কেয়ার সেন্টারে।

ফিরে যাচ্ছিলেন। সেকেরকোটের রামঠাকুর আশ্রমের কাছে তিনি অসুস্থ বোধ করেন। গাড়ি থামিয়ে নেমে পড়েন। শুয়ে পড়েন রাস্তার পাশে। সেসময় আরও একটি গাড়ি করোনা সংক্রমণ পরীক্ষার জন্য  স্যাম্পল নিয়ে গোমতী জেলা থেকে আগরতলায় আসছিল। গাড়ির লোকজন দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাকে জল দেন, শুশ্রূষা করেন।

স্যানিটাইজার না পেয়েই নাকি তাকে পিপিই গায়েই ফিরে যেতে হচ্ছিল।

কিছুদিন আগে বিশালগড়ে দুই জন চালক পর পর অসুস্থ হয়ে পড়েছিলেন, হাসপাতালে ভর্তি করাতে হয়।
তখন সেখানকার মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস বলেছিলেন, প্রচুর খাটছেন তারা। পিপিই অনেক্ষণ গায়ে দিয়ে রাখা কঠিন।
হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল তাদের, তিনি জানিয়েছিলেন।

খবর লেখার সময় তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেছেন দমকল বাহিনী। 

COMMENTS