ত্রিপুরায় আরও দুজন করোনায় আক্রান্ত

ত্রিপুরায় আরও দুজন করোনায় আক্রান্ত। আজ এরা ধরা পড়েছেন পরীক্ষায়। তাদের মধ্যে একজন উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি গেটে ধরা পড়ে। অন্য জন চেন্নাই ফেরত যে চারজন করোনা আক্রান্ত ছিলেন তাদের সংস্পর্শে ছিলেন। এই দুজনকে নিয়ে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ১৭৫ জনে।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন আজকে ৮৪৭ জনের কোভিড-উনিশ টেস্ট হয়েছিল। তার মধ্যে দুজনকে পজিটিভ পাওয়া যায়।

রাজ্যে যারা আক্রান্ত হয়েছেন করোনায় তাদের মধ্যে বেশির ভাগই বিএসএফ কর্মী এবং তাদের পরিবারের লোকজন। অনেকেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। শিক্ষামন্ত্রী রতন নাথ আজ বলেছেন ত্রিপুরায় সুস্থ হবার হার ৮৬ শতাংশ।

বিএসএফ কর্মীদের মধ্যে করোনা কিভাবে ছড়িয়েছে তা খুঁজে বের করতে তিনজনের এক বিশেষজ্ঞ দল ত্রিপুরায় এসেছেন। তারা ধলাই জেলার বিভিন্ন জায়গা ঘুরেছেন। গতকাল এবং আজ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এখনও রিপোর্ট জমা দেননি।

COMMENTS