ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বারক্লাসের পরীক্ষা,ইত্যাদির ফল জুলাই মাসেই হতে পারে

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বারক্লাসের পরীক্ষা,ইত্যাদির ফল জুলাই মাসেই হতে পারেFeatured Video Play Icon

দুপুরেই বেরিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এজুকেসন (সিবিএসই)-র বার ক্লাসের পরীক্ষার ফল। কোভিড সময়ে সব পরীক্ষা নেয়া যায়নি। যেসব পরীক্ষা হয়েছিল, সেগুলর নম্বর ধরেই না হওয়া বিষয়ের নম্বর ধরে ফলাফল হিসাব করা হয়েছে।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদও সব পরীক্ষা নিতে পারেনি বার ক্লাসের। সিবিএসই’র ধাঁচেই ফল হিসাব করবে পর্ষদ। তবে আরেকটু সহজ পদ্ধতিতে।   মাধ্যমিক স্তরের আগের সিলেবাসে হওয়া পরীক্ষাও কিছু বাকী ছিল। সেগুলিও একই হিসাবে যাবে।
কবে ফল বের হবে,  এখনও তা জানা নেই, তবে এ মাসেই করার কথা বলেছেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা।

COMMENTS