জিবিপি হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস নিভিয়েছে। সুপার কিছুই জানেন না!

জিবিপি হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস নিভিয়েছে। সুপার কিছুই জানেন না! Featured Video Play Icon

ত্রিপুরার প্রধান চিকিৎসা কেন্দ্র জিবিপি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে আগুন লাগে আজ দুপুরে।

মাইক্রোবায়োলজি বিভাগেই হয়   কোভিড-ওয়ান নাইন’র জন্য রাজ্যের সমস্ত স্যাম্পল পরীক্ষা। হঠাৎ  হাসপাতালের এই ভবনের জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। সেখান থেকে দু’টি ফায়ার টেন্ডার এসে আগুন নেভায়।
যদিও হাসপাতালের কেউ এনিয়ে মুখ খোলেননি। । দ্য প্লুরাল কলাম  জিবিপি হাসপাতালের সুপার ডাঃ দেবাশিস রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল, তিনি বলেছেন,  তিনি আগুন লাগার বিষয়ে কিছু জানেন না। আগুন নিভেছে কিনা তাও তিনি বলতে পারছেন না।
মাইক্রোবায়োলজি বিভাগের একজনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আগুন লাগার বিষয়ে। তিনি বলেছেন,  তিনি কিছু বলতে পারবেন না। শেষ পর্যন্ত দরজায় দাঁড়ানো এক সিকিউরিটি গার্ড বলেছেন, আগুন লেগেছে। দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এ সি মেশিন থেকে আগুন লেগেছে বলে ধারণা।ভেতরে কত ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
জিবিপি হাসপাতাল ত্রিপুরার প্রধান হাসপাতাল। আর বর্তমান কোভিড আক্রান্ত সময়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মূল ভরকেন্দ্র। এখানকার  মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ চলছে আক্রান্তদের খুঁজে বের করার।

 

COMMENTS