Child Trafficking

প্ৰথম খবর

ত্রিপুরার নাবালিকা বিক্রি হয়েছেন রাজস্থানে, মামলা নিল ত্রিপুরা পুলিশ

By thepongkor

June 20, 2020

ত্রিপুরার এক নাবালিকা রাজস্থানে বিক্রি হয়ে গেছেন, এই খবর দেখে ত্রিপুরা হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি পাব্লিক লিটিগেসন নিয়েছে।

১৭ জুন ত্রিপুরা সরকারসহ বিভিন্ন সংস্থাকে নোটিশ দিয়েছিল আদালত।

সেসব সংস্থার বক্তব্য আদালতে পেশ হয়েছে। বিষয়টি আবার আদালতে আসবে ৬ লুলাই।

 

“ ফটিকরায় থানা এই ব্যাপারে একটি মামলা নিয়েছে। আদালতে সবার বক্তব্যই জমা পড়েছে। সব সংস্থাকে একসাথে বিষয়টি নিয়ে কাজ করতে বলেছে আদালত,” বলেছেন সরকার পক্ষে থাকা আইনজীবী দেবালয় ভট্টাচার্য।

ইতিমধ্যেই ন্যসনাল কমিসন ফর প্রটেকসন অব চাইল্ড রাইটস,  দুই রাজ্যের, ত্রিপুরা এবং রাজস্থান, একই কমিসনের সাথে আলোচনা করেছে নাবালিকাটির ব্যাপারে।

জানা গেছে এখন নাবালিকাটি অসুস্থ ( অসুস্থার ধরণ জানা থাকলেও লেখা হচ্ছে না)।

 

এই বিষয়ের আগেরগুলিঃ

ত্রিপুরার নাবালিকা রাজস্থানে বিক্রি হয়ে গেছেন, খবর পড়ে ত্রিপুরা হাইকোর্ট জনস্বার্থ মামলা নিয়ে ত্রিপুরা সরকার এবং অন্যদের নোটিশ দিয়েছে

ত্রিপুরাার নাবালিকা বিক্রি হয়ে গেছেন রাজস্থানে ! লিখেছে একটি জাতীয় ইংরাজি দৈনিক