সিপাহীজলার প্রাইমারি হেলথ সেন্টারে চালু হল, কোভিড আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র

রাজধানীতে জায়গা কম, এখন কোভিড আক্রান্তদের এখন লালসিমুড়া প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হবে, সেখানে এই রোগের জন্য পঞ্চাশটি বেড রাখা হয়েছে, আরেকটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে রুদ্রসাগরের পাড়ে সাগরমহল গেস্ট হাউজে, বলেছেন সিপাহীজলা জেলার শাসক সি কে জমাতিয়া।
সিপাহীজলা জেলায় ত্রিপুরার বাইরে থেকে আসা প্রত্যেকের কোভিড ওয়ান নাইন টেস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত আড়াই হাজার নমুনা সংগ্রহ হয়েছে। কাজ চলছে। আঠারটি স্বাস্থ্য কেন্দ্রকে কাজে লাগিয়ে নমুনা সংগ্রহ হচ্ছে। আশা কর্মীরা এবং অন্যরা এই কাজ করে যাচ্ছেন, বলেছেন তিনি।
সিপাহীজলায় এখন তিনটি কনটেনমেন্ট জোন, তার মধ্যে দু’টি একই এলাকায়, রাস্তার এপাশে,  আর ওপাশে।
সিপাহীজলাতেই কেন্দ্রীয় সংশোধনাগার। বিচারাধীন বন্দীর শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। এমন একজনের কোনও ট্র‍্যাভেল  হিস্ট্রিও নেই।

COMMENTS