আরও ৩২১ পজিটিভ, মৃত্যু ১০৩। রবিবারের পজিটিভিটি ১১.০৯ শতাংশ।

আরও ৩২১ পজিটিভ, মৃত্যু ১০৩। রবিবারের পজিটিভিটি ১১.০৯ শতাংশ।

৩০ আগস্টে ত্রিপুরায় নতুন করে কোভিড আক্রান্ত শনাক্ত হলেন ৩২১ জন, মোট দাঁড়াল ১১,৬৪৪ জনে। মোট মৃত্যু সংখ্যা, ১০৩। আগের দিন ছিল, ৯৮।  মৃত্যুর হার ০.৮৮ শতাংশ, উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি।

 

‘১০৩২৩’ শিক্ষক আছেন তালিকায়। তুলনায় কম বয়সীদেরই মৃত্যু হয়েছে এই দিনে। একজন মহিলাও আছেন। কয়েকজনের বয়স ত্রিশের কোঠায়।

 

মৃত্যুর খতিয়ানে চারজন পশ্চিম ত্রিপুরা জেলার, একজন খোয়াই জেলার।

 

মোট স্যাম্পেল পরীক্ষা হয়েছে, ২৮৯৪,  তাতে এই দিনে পজিটিভিটি ১১.০৯ শতাংশ। এখন পর্যন্ত যত টেস্ট হয়েছে,  এবং যত পজিটিভ, সেই হিসাবে সামগ্রিক পজিটিভিটি ৪.২৯ শতাংশ।

সুস্থ হয়েছেন মোট ৭,৪৩৩ জন, সুস্থতার হারে ৬৩.৮৩ শতাংশ। এক্টিভ আছেন ৪,১০৮ জন।

 

জিবিপি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ডাঃ তপন মজুমদার গত সোমবারে বলেছিলেন, এক সপ্তাহ ধরে পজিটিভিটি নয়-দশ শতাংশ। এরকম চলতে থাকলে কম্যুনিটি ট্রান্সমিসনের সম্ভাবনা।

 

ডাঃ মজুমদার যে হিসাব দিয়েছিলেন, সেই হার এই এক সপ্তাহে কমেনি, বরং দশ পেরিয়ে গেছে।

সামগ্রিক পজিটিভিটির হারও প্রতিদিনই বাড়ছে।

 

ত্রিপুরা এখন কম্যুনিটি ট্রান্সমিসন পর্যায়ে কিনা, প্রশ্ন সেটাই!

 

( সংখ্যা, ইত্যাদি তথ্যের সূত্রঃ https://covid19.tripura.gov.in/Visitor/ViewStatus.aspx)

preload imagepreload image