পৌনে ছয় লাখ বাংলাদেশি টাকা পাওয়া গেছে এক ব্যবসায়ীর কাছে ত্রিপুরার গোমতী জেলায়। ব্যবসায়ী দক্ষিণ জেলার। বর্ডার সিক্যুরিটি ফোর্স ( বিএসএফ) এক জেলা থেকে ট্র্যাক করে আরেক জেলায় এসে তাকে আটকে এই টাকা বাজেয়াপ্ত করেছে। ব্যবসায়ী তার কাছে এত বিদেশি টাকা কেন, তার উত্তর দিতে পারেননি।
দক্ষিণ জেলার মনু বাজারের ব্যবসায়ী উজ্জ্বল মল্লকে বিএসএফ আটকায় গোমতী জেলার বাগমা পুলিশ ফাঁড়ির কাছে।
বিএসএফ’র ডিআইজি জলিল আহমেদ উদয়পুরের এসডিপিও-কে নিয়ে বাগমা ফাঁড়ির কাছে অপেক্ষায় ছিলেন। ডিআইজি’র কাছে খবর ছিল বাংলাদেশি টাকা নিয়ে উজ্জ্বল আগরতলা যাচ্ছেন।
সাড়ে বারটা নাগাদ তাকে আটক করে তল্লাশি চালালে ৫,৭৫,৫০০ বাংলাদেশি টাকা পাওয়া যায় তার কাছে।
উজ্জ্বল মল্ল এই টাকার কোনও ব্যাখ্যা দিতে পারেননি।
COMMENTS