সিপাহীজলা জেলায় এক স্কুল ছাত্রকে বিএসএফ জওয়ানরা মেরেছে বলে অভিযোগ। স্কুলেই শরিফ উদ্দিনকে পুটিয়া বিওপি’র দুই জওয়ান চড় মেরেছেন বলে অভিযোগ। বিএসএফ’র অভিযোগ ছাত্রটি তাদের গালাগাল করেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, দুই বিএসএফ জওয়ান ক্লাসে ঢুকে শিক্ষকের সামনেই দুই চড় দিয়ে চলে যান। পরে আলোচনায় বিষয় শেষ হয়। শরিফ উদ্দিন ক্লাশ টেনের ছাত্র।
সিপাহীজলা জেলায় এক স্কুল ছাত্রকে বিএসএফ জওয়ানরা মেরেছে বলে অভিযোগ।
স্কুলেই শরিফ উদ্দিনকে পুটিয়া বিওপি’র দুই জওয়ান চড় মেরেছেন বলে অভিযোগ। বিএসএফ’র অভিযোগ ছাত্রটি তাদের গালাগাল করেছে।
ছাত্রছাত্রীদের অভিযোগ, দুই বিএসএফ জওয়ান ক্লাসে ঢুকে শিক্ষকের সামনেই দুই চড় দিয়ে চলে যান।
পরে আলোচনায় বিষয় শেষ হয়।
শরিফ উদ্দিন ক্লাশ টেনের ছাত্র।
COMMENTS