এগারো ক্লাস পড়ুয়া দেহ পাওয়া গেল স্টেডিয়ামে

আগরতলার বাধারঘাট স্টেডিয়ামে সকালে এক ছাত্রের দেহ উদ্ধার হয়। এখানেই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ( সাই)-র কোচিং সেন্টার। সেন্টারের গেটে ফাঁসিতে ঝুলছিল সায়ন দাশগুপ্ত নামে এগারো ক্লাসের এক ছাত্র। পাশেই পড়ে ছিল তার ব্যাগ, ব্যাগের পাশে লক্ষীর ফটো ও কিছু টাকা।। মাসির বাড়িতে থেকে পড়াশোনা করতেন সায়ন।

আগরতলার বাধারঘাট স্টেডিয়ামে সকালে এক ছাত্রের দেহ উদ্ধার হয়। এখানেই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ( সাই)-র কোচিং সেন্টার।
সেন্টারের গেটে ফাঁসিতে ঝুলছিল সায়ন দাশগুপ্ত নামে এগারো ক্লাসের এক ছাত্র।
পাশেই পড়ে ছিল তার ব্যাগ, ব্যাগের পাশে লক্ষীর ফটো ও কিছু টাকা।।

মাসির বাড়িতে থেকে পড়াশোনা করতেন সায়ন।

COMMENTS