ত্রিপুরায় আক্রান্ত ধর্মঘটের সন্ধ্যায় সিপিআই নেতা বিক্রমজিৎ সেনগুপ্ত আক্রান্ত

ত্রিপুরায় আক্রান্ত ধর্মঘটের সন্ধ্যায় সিপিআই নেতা বিক্রমজিৎ সেনগুপ্ত আক্রান্ত। সারা ভারত শ্রমিকের  স্বার্থে , কৃষিকের  স্বার্থে  বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের দিনে ত্রিপুরায়  সিপিআই রাজ্য  দফতর, সিট্যু রাজ্য দফতর , এসইউসিআই অফিসে হামলা চালানো হয়। সিপিআই অফিসে  ব্যাপক ভাঙচুর হয়েছে। সিট্যু অফিস ভাঙচুর হয়েছে পুলিশের সামনেই। এসইউসিআই অফিসের সামনে আক্রান্ত হয়েছেন একজন সাংবাদিকও।

অফিস আক্রমণের  পর বিক্রমজিৎ সেনগুপ্ত সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়েছিলেন।

সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে , তাকে না পেয়ে  মিথ্যা পরিচয় দিয়ে বিক্রমিজিতের মাকে দিয়ে তাকে ফোন করানো হয়। মেলারমাঠে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে তাকে আক্রমণ করা হয়।

বামপন্থী পিকেটার্সরা আজ রাস্তায় ছিলেন না। শাসক বিজেপি’র পতাকা নিয়ে বাইক-বাহিনী ঘুরে বেড়িয়েছে। সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে আগরতলা ধর্মঘট বিরোধী স্কোয়াড হয়েছে।

 

COMMENTS