খুমুলুঙে শাসক বিজেপি-আইপিএফটি মুখোমুখি, বন্ধ ছিল রাস্তা

খুমুলুঙে শাসক বিজেপি-আইপিএফটি মুখোমুখি,  বন্ধ ছিল রাস্তাFeatured Video Play Icon

ত্রিপুরার উপজাতি জেলা পরিষদের সদর দফতর খুমুলুঙে আজ  শাসক বিজেপি এবং শরিক আইপিএফটি কর্মী-সমর্থকরা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।

খুমুলুঙের ন্যুয়াই অডিটোরিয়ামে বিজেপির সভা ছিল, সেখানে আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগ দেবার কথা ছিল কয়েকজনের।অডিটোরিয়ামেই ঝামেলা শুরু হয়।একসময় দুই পক্ষই রাস্তায় নেমে আসে। অনেকক্ষণ বন্ধ থাকে খুমুলুঙের রাস্তা। রাস্তার দু’দিকে গাড়ি দাঁড়িয়ে যায়।

বিজেপি এবং আইপিএফটি,  দুই দলের কর্মীরাই  ঘটনায় জড়িয়েছেন, বলেছেন জিরানীয়ার এসডিপিও সুমন মজুমদার। তিনি বলেছেন, এখন পর্যন্ত কেউ  অভিযোগ দায়ের করেননি। পরিস্থিতি সামাল দিতে টিএসআর জওয়ানদের নামানো হয়েছে।কেউ  গুরুতর আহত হয়েছেন, এরকম খবর নেই।

বিজেপির সভায়  ছিলেন বিজেপির ত্রিপুরা সভাপতি মানিক সাহা এবং পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা।
তাদের দুজনকে বেশ কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।
যোগাযোগ করা হয়েছিল আইপিএফটির মিডিয়া ইনচার্জ মঙ্গল দেববর্মার সঙ্গে। কোনও  উত্তর মেলেনি। আইপিএফটি নেতা শুক্লা চরণ নোয়াতিয়াকে ফোনে খুমুলুঙের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে হয়েছিল, তিনি বলেছেন তিনি এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

খুমুলুঙে গতকাল উদ্বোধনের অপেক্ষায় থাকা বিজেপি অফিসে আগুন দেয়া হয়েছিল।
শাসক বিজেপি নেতারা টাকারজলায় আক্রান্ত হয়েছেন কয়েকদিন আগে।

উপজাতি জেলা পরিষদের ভোট এগিয়ে আসছে, শরিকি ঝামেলার অভিযোগও বাড়ছে সমানতালে।

COMMENTS