২০১২ সালে চাকরি পাওয়া ত্রিপুরার বিজ্ঞান শিক্ষকরা হাইকোর্টে গেছেন। তাদের নিয়মিত বেতন পাওয়ার বিষয়ই প্রধাণ।
ত্রিপুরা সরকার আদালতকে হলফনামা দিয়ে বক্তব্য জানিয়েছে।
ফিক্সড পে পোস্ট তৈরি করে এই শিক্ষকদের চাকরি দেয়া হয়েছে, নিয়মিত পদের বেতন আপাতত স্থগিত রেখে ফিক্সড পে-তে চাকরি দেয়া হয়নি, ইত্যাদি ছাড়াও আরও অনেক বিষয়ে সরকার বলেছে।
সরকার রিট পিটিসন বাতিল করে দিতেও বলেছে।
বিজ্ঞান শিক্ষকদের পক্ষের এক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মন্তব্য করেছেন, সরকার কার্যত এই শিক্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
COMMENTS