নেতাজী সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার’র নতুন কমপ্লেক্স’র উদ্বোধন হল।
মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললেন।
২০১৮ সালের জানুয়ারিতে এই কোচিং সেন্টারে নতুন ইনডোর স্টেডিয়াম উদ্বোধন হয়। বাকী অংশের উদ্বোধন হয়েছে আজ।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন আগে নাকি ‘পার্টির’ ছেলেকে ছেলেকে দলে নেয়ার জন্য চাপ দেয়া হত। তিনি মুখ্যমন্ত্রী হয়ে কাউকে দলে নিতে বলেননি।
তিনি বলেছেন, ত্রিপুরায় অনেক বিদেশি’র মূর্তি থাকলেও
এনআরসিসি-তে নেতাজীর মূর্তি ছিল না।
উল্লেখ্য, বিজেপি-আইপিএফটি ক্ষমতায় আসার পর ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভ্লাদিমির লেনিন, বৈদ্যনাথ মজুমদার,কার্ল মার্ক্স, সুকান্ত ভট্টাচার্য’র মূর্তি ভাঙা হয়েছে।
নেতাজি সুভাষ’র মূর্তি এনআরসিসিতে না হলেও অন্যান্য নানা জায়গায়ই ছিল আগে।
নেতাজি’র জন্মদিন এখনও জাতীয় ছুটির দিন নয়।
COMMENTS