মৃদু ভূমিকম্প

ভূমিকম্প অনুভূত হল ত্রিপুরায়। বিকালে হঠাৎ করে বিভিন্ন জায়গায় কম্পন টের পাওয়া যায়। কিন্তু খুবই অল্প সময়ের জন্য।

ইন্ডিয়ান ম্যাটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে মিজোরামের রাজধানী আইজলের প্রায় ৪৫ কিলোমিটার মাটির নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্র।  রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩।

আইজল থেকে ত্রিপুরার দূরত্ব খুব একটা বেশি না। মিজোরামের সঙ্গে ত্রিপুরার সীমান্তও রয়েছে। কিছুদিন আগেও একবার ভূমিকম্প টের পাওয়া গেছে ত্রিপুরা থেকে। সেবার উৎসস্থল ছিল মণিপুর। গত কিছুদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে।

COMMENTS