কলেজে ভর্তির দাবি নিয়ে ছেলে-মেয়েরা রাস্তা অবরোধ করলেন বিশালগড়ে

কলেজে পড়তে চান স্কুল পেরিয়ে আসা ছেলে-মেয়েরা, জায়গা দিতে পারছে না সরকার।
ভর্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ হয়েছে আজ।

সিপাহীজলা জেলার প্রধান জায়গা বিশালগড়ে নতুন জেলা হওয়ার পর নতুন কলেজ করেছিল আগের সরকার।

সেই জেলার ছাত্রছাত্রীদের কলেজে জায়গা দেয়ার দাবি। সেই নিয়ে ঝামেলা। ছেলেমেয়েরা কলেজের গেটে তালা দেন, রাস্তায় বসে পড়েন।
শিক্ষা দফতরের কর্তারা গিয়ে আশ্বাস দিয়েছেন কলেজে আরও আড়াইশ জনকে ভর্তি করা হবে।

বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতি বিধানসভা ক্ষেত্রে একটি করে কলেজ চালু করার কথা শুনিয়েছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল, এখনও কিছুই হয়নি সেসবের।

preload imagepreload image