দেশে নতুন করে বাড়ছে কোভিড। মুম্বাইয়ে একদিনে সংক্রমণের রেকর্ড। ত্রিপুরায় একদিনে দশ।

দেশে নতুন করে বাড়ছে কোভিড।  মুম্বাইয়ে একদিনে  সংক্রমণের রেকর্ড।  ত্রিপুরায় একদিনে দশ।প্রতিকী ছবি

কোভিড আবার বাড়ছে। মুম্বাইয়ে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়ার রেকর্ড হয়েছে গতকাল, ৩০৬৩ জনের খোঁজ মিলেছে। তার আগের এই রেকর্ড ছিল, ২,৮৪৮ জনের, অক্টোবরের ৭ তারিখে। সংক্রমণের হারও ৫.২ থেকে বেড়ে ১২ শতাংশ ছাড়িয়ে গেছে।

পাঁচটি রাজ্যে করোনা ভাইরাস’র বাড়াবাড়ি হচ্ছে। মহারাষ্ট্র,পাঞ্জাব,গুজারাত,কর্ণাটক আর ছত্তিশগড়। পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। রাজনৈতিক মিটিং বন্ধ রাখতে বলা হয়েছে।

ভারতে গরম শুরু হতেই কোভিড’র সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। মাস্ক না পরা, শারিরীক দূরত্ব না মানা অন্যতম কারণ।

ত্রিপুরায় নতুন সংক্রমণ, গত সন্ধ্যার বুলেটিনে, পাওয়া গেছে ১০ জনের। কুড়ি জন চিকিৎসা নিচ্ছেন। একজন সুস্থ হয়েছেন। ত্রিপুরায় মাস খানেক ধরে অল্প অল্প করে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা মেডিক্যাল কলেজে আচমকাই একসাথে অনেকে পজিটিভ চিহ্নিত হয়েছিলেন। হাসপাতাল প্রায় বন্ধ করে দেয়া হয়েছিল।

মাস্ক পরা ছেড়ে দিয়েছেন অনেকেই, কোভিড হাইজিন মানাও। প্রশাসনও বহুদিন হল মাস্ক-এনফোর্সমেন্ট ড্রাইভ দিচ্ছে না। নেতা-মন্ত্রীদের মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে।

COMMENTS