দেহ নিয়ে গাড়ি ঘুরছে হাসপাতাল থেকে হাসপাতালে!

অমানবিক!
এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল। অ্যাম্বুলেন্সে দেহ ঘুরছে এখান থেকে ওখানে।
শেষ পর্যন্ত দেহ পড়ে রইল ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে।

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার ঘটনা আজ।

সোনাইছড়ি এডিসি ভিলেজের হরিচরণ ত্রিপুরার স্ত্রী বেবি ত্রিপুরা গর্ভবতী ছিলেন। গরিব পরিবার। ভোররাতে সোনাইছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় সাব্রুম হাসপাতালে। গাড়িতেই রোগী দেখে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
অভিযোগ যে অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মীর তখন মনে হয় বেবি মারা গেছেন। কিন্তু অ্যাম্বুলেন্সকে পাঠিয়ে দেয়া হয় জেলা হাসপাতালের দিকে। রাস্তায় অবস্থা বুঝে গাড়ি যায় জোলাইবাড়ি হাসপাতালে।
সেই হাসপাতাল আবার পাঠিয়ে দেয় সাব্রুম হাসপাতালে।
তারপর সাব্রুম হাসপাতালে গাড়ি থেকে দেহ নামানো হয়, বাইরে পড়ে থাকে ঘন্টা খানেক।

বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স ঘোরাঘুরি করলেও ডাক্তাররা দায়িত্ব এড়াতে চেয়েছেন বলে অভিযোগ। ডাক্তারদের ওপর ঘন ঘন আক্রমণ, এবং বিশেষ কোনও ব্যবস্থা না নেয়ায় ডাক্তাররা আতঙ্কিত থাকেন। কোনও কোনও সময় ডাক্তার থানায় অভিযোগ জানিয়েও অভিযোগ তুলে নিয়েছেন চাপে।

COMMENTS