একদিন তারা মানুষ গড়তেন। তাদের হাতে বড় হয়েছেন নতুন প্রজন্ম, দাঁড়িয়েছেন সমাজে।
ভাতের জন্য তারা চোখের জল ফেলছেন। ‘১০৩২৩’ শিক্ষক তারা।
শিক্ষকদের চোখে জল!
ছোট ছোট সন্তানের জন্য চাল,তেল চাইতে হচ্ছে অন্যের কাছে।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন তাদের চোখে জল আসুক, তারা তা চান না।
বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর রায় ‘১০৩২৩’ শিক্ষকদের নিয়ে আলোচনায় বিরক্তিও প্রকাশ করেছেন। “… মরে যাচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে..”, এরকম মন্তব্যও করেছেন।
ত্রিপুরা হাইকোর্টে আন্দোলনের অধিকার চেয়েছিলেন তারা। সেই নিয়ে বলেছেন, ‘১০৩২৩’ শিক্ষক বিজয়কৃষ্ণ সাহা।
COMMENTS