আজ ত্রিপুরায় ১২৬ জন কোভিড রোগী শনাক্ত , মৃত্যু এক

আজ ত্রিপুরায় ১২৬ জন কোভিড রোগী শনাক্ত , মৃত্যু এক

ত্রিপুরায় বুধবারে  কোভিড ওয়ান নাইন পজিটিভ শনাক্ত হলেন ১২৬ । মারা গেছেন একজন। সব মিলিয়ে  এই রাজ্যে মৃত্যু নয়।

পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি পাওয়া গেছে ২৯ জন। সবচেয়ে কম দক্ষিণ জেলায় , ৩ জন। ঊনকোটি জেলার কেউ নেই।

বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়াও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।

বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন ১০৭ জন।

ত্রিপুরা মেডিক্যাল কলেজ এন্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটাল’র জরুরী পরিসেবা বিভাগ বন্ধ রাখা হয়েছে  দুই দিনের জন্য।

দুইদিনে  ডাক্তারসহ বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মী রাজ্যের বিভিন্ন জায়গায় কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

গোমতী জেলায় এক বিয়ে বাড়ির  অন্তত আট জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে বলে খবর পাওয়া গেছে প্রশাসনিক সূত্রে। বিয়ে ছিল ২০ জুলাই। বর পক্ষ, মেয়ের বাড়ি এবং ক্যাটারিং’র লোকজন মিলিয়ে আটজন। বরের বাড়ির এক নিকট আত্মীয় ১৮ জুলাই কোভিড পজিটিভ শনাক্ত হয়েছিলেন।

পশ্চিম জেলায় একজন গ্রাম রোজগার সেবক কোভিড পজিটিভ বলে জানা গেছে। একটি বীমা কোম্পানির দুই কর্মীও ।

 

 

COMMENTS