মজুরি চাইতে গিয়েছিলেন রেগা-শ্রমিক। চড় খেলেন পঞ্চায়েত প্রধান’র হাতে।
সেই শ্রমিক সুকুমার দেবনাথ অভিযোগ করেছেন।
তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন কয়েকদিন আগে, ব্যান্ডেজ-বাঁধা অবস্থায় গিয়েছিলেন খোয়াইয়ের জাম্বুরা পঞ্চায়েত অফিসে। তার বক্তব্য ছিল, তিনি দশহাজার দু’শো টাকার কাজ করেছেন, ব্যাঙ্কে পেয়েছেন তিন হাজার টাকা। সেই কথা বলছিলেন, পঞ্চায়েত প্রধান সুশান্ত দেবনাথ তখন তাকে চড় মেরে বসেন বলে অভিযোগ।
তিনি মাটিতে পড়ে যান, ভাঙা হাতেই আবার চোট পেয়েছেন। হাসপাতালেও তাকে যেতে হয়েছে।
COMMENTS