প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের ছক করার জন্য কুড়িজনকে ফায়ারিং স্কোয়াডে দেয়ার শাস্তি দিয়েছে বাংলাদেশের ফাস্ট ট্র্যাক ট্রাইবুন্যাল ওয়ান। সবাই হুজি-বি সন্ত্রাসী।
প্রায় কুড়ি বছর আগে ২০০০ সালের ২০ জুলাই শেখ হাসিনার একটি পাব্লিক মিটিং ছিল কোটলিপাড়া এলাকায়। সেখানে বিস্ফোরণে তাকে মেরে ফেলার ছক কাটা হয়েছিল।
সেই ষড়যন্ত্র মামলাতেই কুড়িজনকে সবার সামনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুর শাস্তি দিতে বলা হয়েছে। সেটা যদি করা না যায়, তবে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেয়া হবে।
আরও তের জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়া হয়েছে।
COMMENTS