উত্তর ত্রিপুরায় বিএসএফ’র গুলি, এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন

বিএসএফ’র গুলিতে মারা গেছেন এক যুবক।
উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভারত-বাংলাদেশ সীমান্তের ইয়াকুবনগরে ভোর রাতে এই ঘটনা। যে মারা গেছেন, তিনি পাচারকারী বলে বিএসএফ’র দাবি। ১৮২২ সীমান্ত পিলারের কাছে কাঁটাতারের বেড়া কাটছিলেন কয়েকজন, তখন বিএসএফ চ্যালেঞ্জ করে, আক্রমণ হয়, বিএসএফ গুলি চালায়, বিএসএফ’র দাবি।

বাংলাদেশের মৌলভিবাজার এলাকার বাটুলি এলাকার জনৈক বাপ্পা মিঞা বলে তার পরিচয় জানা গেছে। তার বয়স ৩২ বছর।

কিছুদিন আগে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে বিএসএফ’র গুলিতে এক ভারতীয় যুবক মারা গেছেন।

বিএসএফ ও পুলিশ-এর অফিসাররা গেছেন সেই জায়গায়।
দেহ ধর্মনগর হাসপাতালে আনা হয়েছে।

নানান সময়ে বাংলাদেশের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিএসএফ’র গুলি চালনা নিয়ে।

COMMENTS