হাইকোর্টের দেয়া রায়ের জন্যেও রাজ্য সরকারকে অভিনন্দন!
ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন’র সভাপতি সেই কারণে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
সর্ব শিক্ষা শিক্ষকদের একটি সংগঠন এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন বছর চারেক আগে, তখন বামফ্রন্ট সরকার, আগরতলায় আন্দোলনে বসেছিলেন। সেখানে তখনকার বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব, এবং বিজেপি নেতা সুনীল দেওধর, প্রমুখ উপস্থিত হয়েছিলেন। এখনকার শিক্ষামন্ত্রীও ছিলেন।
তারা ক্ষমতায় আসার পর, হাইকোর্টে কয়েকজন এসএসএ শিক্ষক মামলা করেন। হাইকোর্ট তাদের নিয়মিত করার নির্দেশ দিয়েছে।
কয়েকমাস আগে সরকার প্রেস রিলিজে বলেছিল, এই শিক্ষকদের রাজ্য সরকার ২০১৭ থেকেই কেন্দ্রী প্রকল্পের বাইরে বেশি টাকা দিচ্ছে, এবং নিয়মিত করার বিষয়টি আদালতে রয়েছে।
Newer Post
অসুস্থ মা-কে দেখে ফিরছিলেন সোনা মিঞাOlder Post
ভাঙচুর গাড়ি! চোরাচালানই কারণ?
COMMENTS