ত্রিপুরায় ত্রান দিতে গিয়ে বিরোধীরা আক্রান্ত, অভিযোগ

সকালে রানীরবাজারে ত্রান দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় কংগ্রেসনেতা তেজেন দাসসহ আরও দুএকজন। দুপুরে কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস।
বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা ত্রান দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। রানীরবাজারের ঘটনায় পুলিশে অভিযোগ করেছে কংগ্রেস। পীযূষ বলেছেন, ২৯ এপ্রিল সর্বদলীয় সভায়  ব্যাপারে বলা হয়েছে।

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য স্মপাদক গৌতম দাশ ৩০ এপ্রিল একই অভিযোগ করেছেন। সিপিআই(এম)  কর্মীরা ত্রান দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে তিনি বেশ কয়েকটি জায়গার নামও বলেছিলেন।।

সিপিআই(এম)এর এই অভিযোগের পর ত্রিপুরায় বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছিলেন, ত্রান দিয়ে গিলে আক্রান্ত হলে, বা হবেন মনে হলে তাদের জানালে বিজেপি কর্মীরা নিরাপত্তা দেবে।

ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা

COMMENTS