আগরতলার জিবিপি হসপিটালে মারা গেলেন ‘১০৩২৩’ শিক্ষকদের একজন, দেবযানী চৌধুরি, বয়স হয়েছিল মাত্রই ৩৯।
ব্লাড প্রেসার, সুগার,ইত্যাদি ছিল। ইদানিং মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন, বলেছেন অন্য শিক্ষকরা।
তাদের ৮৯ জন মারা গেলেন। বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। বিশ্ববিদ্যালয়ে সোনার মেডেল পাওয়া শিক্ষিকাও আত্মহত্যা করেছেন। আবার এটাকে ঢাকতে স্বামীর পরকিয়ার জন্য আত্মহত্যা করেছেন বলে অপ্রচার করা হয়েছে।
বিজেপি ক্ষমতায় আসার আগে আইন সংশোধন করে তাদের স্থায়ী ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তাদের চোখ উলটে গেছে।
COMMENTS