ত্রিপুরায় কোভিড পজিটিভ ১৪ আরও। মাস্ক পরছেন না নেতা-মন্ত্রীরা।

ত্রিপুরায় কোভিড পজিটিভ ১৪ আরও। মাস্ক পরছেন না নেতা-মন্ত্রীরা।

আরও চৌদ্দজন কোভিড পজিটিভ। ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, অ্যাক্টিভ কোভিড পেসেন্ট ষাট জন।

ভারতে একদিনে ৯৩,২৪৯ বেশি শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৫১৩ জন।
একসময় একলাখ প্রতিদিন শনাক্ত হতেন, শীতের দিনে নেমে গিয়েছিল প্রচুর। এখন আবার আবার পিকে পৌঁছে গেছে।
এই অবস্থায় আসামের স্বাস্থ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা মাস্ক পরতে না করে দিয়েছেন। আসামে নাকি নেই, যখন আবার ১০০ করে প্রতিদিন শনাক্ত হবেন, তখন আবার মাস্ক পরতে বলবেন, তখন না মানলে ৫০০ টাকা জরিমানা করা হবে।
ভার‍ত সরকার মাস্ক পরতে, শারীরিক দূরত্ব বজায় রাখতে বলেছে। ত্রিপুরা সরকার মাস্ক না পরলে জরিমানা করছে, তবে মুখ্যমন্ত্রী বা বিধায়করা তা পরছেন না।

ত্রিপুরায় মৃত্যু-হার ১.১৬ শতাংশ। উত্তরপূর্বাঞ্চলে এই হার সবচেয়ে বেশি।

COMMENTS