থানা-লকাপে টর্চার। আদালতে নালিশ।

থানা-লকাপে আসামীকে টর্চার। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারকে ১৩ এপ্রিল আদালতে রিপোর্ট দিতে হবে।
বলেছেন অ্যাডভোকেট প্রসেনজিৎ দেবনাথ।

লেফুঙ্গা থানার পুলিশ বিনয় সরকারকে গ্রেফতার করেছিল, জোরে বাইক চালিয়ে এক টিএসআর কনেস্টবলকে ধাক্কা দিয়েছেন তিনি, এই অভিযোগ। আদালতে তাকে পেশ করা হয় ৩০ মার্চ।
আদালতকে বিনয় জানিয়েছিলেন তাকে মারধর করা হয়েছে লকাপে।
বিষয়টি নিয়ে হাইকোর্টেও যেতে পারেন তিনি।

বিজেপি-আইপিএফটি সরকার আসার পর বেশ কয়েকটি কাস্টোডিয়াল ডেথ হয়েছে। আগরতলার এক থানায়, কেন্দ্রীয় সংশোধনাগারে, অন্য আরও দুইটি জেলে।
বিচারবিভাগীয় তদন্তের দাবিও উঠেছে।
ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের নির্দেশ হয়েছে, এখন পর্যন্ত কোনও অ্যাকসন হয়েছে বলে শোনা যায়নি।

COMMENTS