আসামের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে গেলেন।
‘১০৩২৩’ শিক্ষকদের চাকরি নিয়ে প্রশ্ন এল, বললেন, আসামের ভোটের পর সময় পেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। আইনি প্রক্রিয়া, ইত্যাদি বলেছেন।
আপাতত ‘মায়ের’ কাছে প্রার্থনা করেই দায়িত্ব সারলেন তিনি, নির্দিষ্টভাবে কিছুই বলতে পারলেন না।
২০১৮ সালের বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় ঘাঁটি গেড়েছিলেন নেডা’র চেয়ারম্যান।
আইন সংশোধন করে ‘১০৩২৩’ শিক্ষকদের চাকরি বাঁচিয়ে দেয়ার কথা বলেছিলেন। তারা রাজনীতির শিকার বলেছিলেন, আর বলেছিলেন, ” নৌকরি নেহি জানা চাহিয়ে।”
তাদের এখন চাকরি নেই এক বছরের বেশি।
তিনি বলেছিলেন, বিজেপি প্রতিশ্রুতি না রাখলে যেন লোকসভায় কেউ বিজেপিকে ভোট না দেন। তার কথা রেকর্ড করে রাখতে। “ঘুমা ঘুমাকে চালানা”, তার ওই কথা ভাইরাল সামাজিক মাধ্যমে।
আজ আর সেই জোশ ছিল না।
COMMENTS