ত্রিপুরায় কোভিড পজিটিভিটির হার ৬৬ শতাংশও আছে!

হাসপাতালগুলিতে কোভিড আক্রান্ত শনাক্ত হওয়ার হার কোথাও ৬৬ শতাংশ, কোথাও ৫২ শতাংশ ,অবস্থা সঙিন ত্রিপুরার পশ্চিম জেলায় !

পশ্চিম জেলার পঁচিশটি বিভিন্ন রকমের হাসপাতালে ২৯ আগস্টে হওয়া   কোভিড টেস্ট’র ফল সেই রকম। প্রাইমারি ও কম্যুনিটি হেলথ সেন্টার, এবং জিবিপি এবং আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিক্যাল কলেজ রয়েছে এই তালিকায়।

 

পজিটিভিটির হার হচ্ছে, যা নমুনা পরীক্ষা হচ্ছে, তাতে যা  কোভিড পজিটিভ হচ্ছে, সেই হিসাবে একশ নমুনায়  যতজন  পজিটিভ হবেন। সোজা কথায়, যত নমুনা পরীক্ষা হল, তার কতভাগ পজিটিভ বলে পাওয়া গেল। যদি দশটি নমুনার পাঁচটি পজিটিভ হয়, তবে সেটা পঞ্চাশ শতাংশ পজিটিভিটি।

 

কোভিড পজিটিভিটির হার সবচেয়ে বেশি পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ( ইউপিএইচসি), ৬৬.৬  শতাংশ,  তারপরেই নরসিংগড় পিএইচসি, ৫২.৩ শতাংশ। তিন নম্বরে আশারাম পাড়া ইউপিএইচসি, খেরেঙবার সিএইচসি,  সেখানে পজিটিভিটির হার ৫০ শতাংশ।

জিবিপি হাসপাতালে পজিটিভিটি ২৯ আগস্টে ২৫ শতাংশ, আইজিএম হাসপাতালে ১৫.৩ শতাংশ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজে ১৩.৯ শতাংশ।

আগরতলা পুরনিগমের হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টারের হার ৪৬.৬ শতাংশ।

বামুটিয়া পিএইচসিতে সেই হার ছিল শূন্য, কারণ সেখানে  এ দিন কোনও টেস্ট হয়েছে বলে তথ্য নেই।

 

আনন্দনগর পিএইচসিতে ২৯ আগস্টে পরীক্ষা হয়েছে ১২ স্যাম্পেলের, তাতে পজিটিভ ৩, পজিটিভিটি ২৫ শতাংশ। বামুয়টিয়া পিএইচসিতে সেটি শূন্য। বোরাখা পিএইচসিতে ছয় স্যাম্পেলে এক পজিটিভ, হার ১৬.৬ শতাংশ। চাচুবাজার পিএইচসিতে দশে পজিটিভ শূন্য। চম্পকনগর পিএইচসিতে আটে দুই , পজিটিভিটি ২৫ শতাংশ। গান্ধীগ্রাম পিএইচসিতে আটে এক, পজিটিভিটি ১২.৫ শতাংশ। কাঞ্চণমালা পিএইচসিতে এগারোতে পাঁচ, হার ৪৫.৪ শতাংশ। কাতলামারা পিএইচসিতে ছয়ে এক, হার ১৬.৬ শতাংশ।মান্দাই পিএইচসিতে তেরতে তিন, হার ২৩ শতাংশ। নরসিংগড় পিএইচসিতে একুশে এগারো স্যাম্পেল পজিটিভ, পজিটিভিটির হার ৫২.৩ শতাংশ। রানিরবাজার পিএইচসিতে চব্বিশে সাত, হার ২৯.১৬ শতাংশ।  বিদ্যা দেবদর্মা মেমোরিয়াল পিএইচসিতে দুই স্যাম্পেলে কোনও পজিটিভ নেই। হেজামারা পিএইচসিতে এক স্যাম্পেল, পজিটিভ নয়। জিরানিয়া সিএইচসিতে ছয়ে দুই, হার ৩৩.৩ শতাংশ। মোহনপুর সিএইচসিতে চৌদ্দতে পজিটিভ এক, হার ৭.১ শতাংশ। খেরেঙবার সিএইচসিতে চার স্যাম্পেলে  দুই পজিটিভ , হার ৫০ শতাংশ। জিবিপি হাসপাতালে ২৪৪ স্যাম্পেলে ৬১ পজিটিভ, পজিটিভিটি ২৫ শতাংশ। আইজিএম হাসপাতালে আটানব্বই স্যাম্পেলে পনের পজিটিভ, ১৫.৩ শতাংশ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজে ছয়ত্রিশে পাঁচ, হার ১৩.৯ শতাংশ। আশারাম পাড়া ইউপিএইচসিতে ছয়ে তিন, হার ৫০ শতাংশ। ইস্ট যোগেন্দ্রনগর ইউপিএইচসি সাতত্রিশে ছয়, হার ১৬.২ শতাংশ। মধ্যপ্রতাপগড় ইউপিএইচসিতে একচল্লিশে দশ , হার ২৪.৩ শতাংশ। নন্দননগর ইউপিএইচসিতে ষোলতে তিন, হার ১৮.৭ শতাংশ। পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে তিনে দুই, হার ৬৬.৬ শতাংশ। আগরতলা পুরনিগম হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টারে ২৯ আগস্টে  ত্রিশটি স্যাম্পেল পরীক্ষায় চৌদ্দটি পজিটিভ, পজিটিভিটির হার ৪৬.৬ শতাংশ।

COMMENTS