ভারত ও চীনের সীমান্তে সংঘর্ষের ঘটনায় ভারতের কুড়ি জন জওয়ান নিহত হয়েছেন। নিহত জওয়ানদের পরিবার পরিজনদের পাশে যেন দেশের সরকার দাঁড়ায়। তাদের সাহায্য করে। এই দাবি জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন, দুদেশের রাজনৈতিক নেতৃত্ব আলাপ আলোচনা করে এই সমস্যা মিটিয়ে ফেলা হবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রতিবেশী দেশগুলি ভারতের সঙ্গে সুপ্রতিবেশির ভুমিকা পালন করবে। বিরোধী জইয়ে থাকুক চান না।
আজ দুপুরে সিট্যু আয়োজিত একটি স্মরণসভায় বক্তব্য রাখছিলেন মানিক সরকার। কর্মসুচীটি সিপিআই(এম) পশ্চিম জেলা অফিসে।
COMMENTS