ত্রিপুরায় নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন সাতদিনে ১১১৪ জন। সরকারী ওয়েব পোর্টালে দেয়া তথ্য তাই বলছে।
২৫ জুলাই মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৮২, সেটা বেড়ে ৩১ জুলাই হয়েছে ৪৯৯৬। সাতদিনে যোগ হয়েছেন ১১১৪ জন।https://covid19.tripura.gov.in/Visitor/ViewStatus.aspx ওয়েব ঠিকানায় তথ্য শেষ সংযোজিত হয়েছে ১ আগস্ট মধ্যরাতে, দুটো ঊনপঞ্চাশ সেকেন্ডে।
সেই তথ্যে দেখা যাচ্ছে, ৩১ জুলাইয়ে মোট সার্ভিলেন্সে( শুধু ‘সার্ভিলেন্স’-ই লেখা আছে, ফলে ‘হোম সার্ভিলেন্স’-এ কিনা, তা জানা নেই) ছিলেন ৪২৪৩ জন, এবং ফ্যাসিলিটি সার্ভিলেন্সে ২৪৪ জন, মোট ৩৯৯৯ জন।
২৫ জুলাই সার্ভিলেন্সে ছিলেন, ৪৩১৩ জন, ফ্যাসিলিটি সার্ভিলেন্সে ২৫৫ জন, মোট ৪০৫৮ জন। সেই হিসাবে সার্ভিলেন্সে থাকা মানুষ সংখ্যায় সাতদিনে কমেছেন ৫৯ জন।
৩১ জুলাইয়ের তথ্যই এখন পর্যন্ত এই পোর্টালে শেষতম তথ্য কোভিড নিয়ে।
COMMENTS