হাওড়ায় তলিয়ে গেলেন একজন। ক্ষোভ বেরিয়ে এল মানুষের।

হাওড়ায় তলিয়ে গেলেন একজন। ক্ষোভ বেরিয়ে এল মানুষের।Featured Video Play Icon

দুপুরে আগরতলায় হাওড়ার জলে তলিয়ে যান একজন। তিনি সাধারণ ফল বিক্রেতা। নারায়ণ দেবনাথ, মহারাজগঞ্জ বাজারে ঠেলা করে ফল বিক্রি করেন তিনি।
দুপুরে গিয়েছিলেন হাওড়ায় স্নান করতে। ডুব দিয়ে আর ওঠেননি। প্রতাপগড়ের ঝুলন্ত ব্রিজের কাছে গীতাভবন এলাকায় তার বাড়ি। তার সঙ্গে স্নান করতে যাওয়া একজন দেখেন, নারায়ণ দেবনাথ আর উঠছেন না। তিনি নিজে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেন। না পেয়ে খবর দেন বাড়িতে। প্রতিবেশীরা এসেও খোঁজ করেন। খবর দেয়া হয় পুলিশে। ফায়ার সার্ভিসে। প্রথমে ফায়ার সার্ভিসের লোকজন আসেন, তারা জলে নেমে খোঁজ করেন। তাদের কাছে সে কাজের জিনিস থাকে না, বলেছেন তারাই। বেশ কিছুটা পরে আসেন এনডিআরএফ-এর লোকজন। তারা বোট এবং ডুবরী নিয়ে নারায়ণ দেবনাথকে খুঁজতে নামেন।
রাত সাড়ে আটটা পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।

এদিকে এলাকার মানুষজন ক্ষোভ দেখান। তাদের বক্তব্য চার ঘণ্টা পরে এনডিআরএফ-এর লোকজন এসেছেন। এলাকার মানুষ বলেছেন, লকডাউনে তাদের সর্বনাশ হচ্ছে। বেঁচে থাকার ব্যবস্থা নেই। বাজারে গেলে পুলিশ জরিমানা করে। না হয় পেটায়। এসব অভিযোগ করেছেন মানুষ।

COMMENTS