ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী তাকে ‘প্রদত্ত সুরক্ষা ব্যবস্থা’ সরিয়ে দিতে চান

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র স্ত্রী তার সিক্যুরিটি ছাড়তে চেয়েছেন, সেই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

তিনি বলেছেন, আত্মনির্ভর ভারত করতে প্রত্যেকের যোগ দেয়া জরুরী। প্রত্যেকে যোগ না দিলে সেটা হবে না।

‘প্রিয় সমস্ত ত্রিপুরাবাসী জন্য আমার একটি বিনীত বার্তা’ দিয়ে শুরু করেছেন। তিনি লিখেছেন, তার এবং জনগণের মধ্যে কোনও ধরনের ব্যবধান যেন না থাকে। “আমি ততটাই আপনাদের কাছের লোক যতটা যতটা আপনারা আমাকে বুঝতে চাইছেন,আমাকে পেতে চাইছেন, আর যতটা আপনারা আমাকে কাছে আপনাদের সাথে এসে দাঁড়াতে দেখতে চাইছেন।“

প্রশাসনকে বলেছেন,” …আমি প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করছি যে আমাকে প্রদত্ত সুরক্ষা ব্যবস্থা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।“

মুখ্যমন্ত্রীর পরিবারের জন্য লাখোয়ারি সুরক্ষা ব্যবস্থা, এই নিয়ে আগে খবর হয়েছিল  মাধ্যমে।

COMMENTS