না! আপাতভাবে এখানে কোনও উত্তেজনায় টানটান কিছু নেই যে বিজেপি’র কয়েকজন নেতা রাজ্যপালের সাথে দেখা করেছেন আজ।
গতকাল বিধায়ক রামপ্রসাদ পালের আতিথ্যে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনসহ বেশ কিছু বিজেপি বিধায়ক এবং নেতা ‘বিজয়া সম্মেলন’-এ মিলিত হয়েছিলেন। সংবাদমাধ্যমে বিদ্রোহী শিবিরে উপমুখ্যমন্ত্রী, ঝড়ের আভাষ, এমন খবর হয়েছে। দুর্গা পূজার আগে বেশ কতজন ত্রিপুরার বিজেপি বিধায়ক দিল্লিতে ঘাঁটি গেড়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করেছেন। তখনও খবর চাউড় হয়েছিল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ এটা। বিজেপি-আইপিএফটি ২০১৮ সালে ক্ষমতায় আসার পর স্বাস্থ্য দফতরসহ কয়েকটি দফতরের মন্ত্রী ছিলে সুদীপ রায় বর্মন, বছর খানেক ছিলেন, তারপর বাদ পড়েন। তিনিও দিল্লি সফরে ছিলেন।
রামপ্রসাদ পাল’র নামে থাকা সামাজিক পেজে “একজন মহাজ্ঞান পাপী রাজ্যের 38 লক্ষ জনতার মাথায় বসে পাপ করছে। …আপনারা কি শাস্তি চান ? না চান না? (SIC)” লেখা হয়েছে গতকাল।
রামপ্রাসাদ পালের আতিথ্যে ‘বিজয়া সম্মেলন’-র পর, আজ ত্রিপুরায় বহুদিন ধরে বিজেপি দলের সাথে যুক্ত আছেন, এমন কয়েকজন রাজ্যপালের সাথে দেখা করে ‘বিজয়া-প্রীতি’ জানিয়েছেন। বিধায়কের ওখানে যারা গিয়েছিলেন, তাদের থেকে রাজ্যপালের বাড়িতে যাওয়াদের মধ্যেও আছেন।
COMMENTS