ত্রিপুরায় রক্তদান শিবিরে আক্রমণের অভিযোগ!

ত্রিপুরায় রক্তদান শিবিরে আক্রমণের অভিযোগ!Featured Video Play Icon

আগরতলার রামনগর ছয় নম্বর রোডে থাকা রামনগর বালিকা বিদ্যালয়ে আজ রক্তদান শিবিরের আয়োজন করেছিল এসএফআই এবং ডিওয়াইএফআই। সেই শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব অভিযোগ করেছেন,  দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তারা বিজেপি আশ্রিত।

শিবিরের উদ্বোধন করেছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ৩৮ জন রক্ত দেবার পর হামলার মুখে শিবির বন্ধ করতে হয়েছে। ছায়/সাত জন আহত হয়েছেন এই হামলায়।

প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান আহতদের দেখতে। তিনি বলেছেন, প্রাক্তন যুবনেতা শুভাশিস গাঙ্গুলি, গৌতম চক্রবর্তী, মিতালী ভট্টাচার্যরা গিয়েছিলেন এই শিবিরকে সংহতি জানাতে। সেখানে তারাও আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। বামফ্রন্ট আমলে রক্তদান শিবিরে কোন ধরনের হামলা হুজ্জতির ঘটনা ঘটেনি। এখন হচ্ছে। এটা নিন্দার এবং ঘৃণার। মানুষের জীবন বাঁচাতে রক্ত দিচ্ছেন ছাত্র যুবরা। আর সেখানেই হচ্ছে আক্রমণ।

বাম ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে ঘটনা জানিয়ে মামলা করা হয়েছে থানাতে।
কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

COMMENTS