কুয়েতে আইন ভাঙার দায়ে ফেরত পাঠানো হচ্ছে ১৩৬ ভারতীয়কে, আছেন ত্রিপুরার মানুষও

কুয়েতে আইন ভাঙার দায়ে ফেরত পাঠানো হচ্ছে ১৩৬ ভারতীয়কে, আছেন ত্রিপুরার মানুষওFeatured Video Play Icon

কুয়েত থেকে ১৩৬ জন আসাম এবং ত্রিপুরার নাগরিককে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে।  তারা এখন সে দেশের জেল হেফাজতে আছেন।
তাদের জুনের ৪ তারিখ  গুয়াহাটিতে পাঠানো হচ্ছে  কুয়েত থেকে। বিমানে করে।
ত্রিপুরার মানুষদের সেখান থেকে নিয়ে আসবে রাজ্য সরকার।

তারা কুয়েতে কোনও না কোনও আইন ভেঙেছেন। তাই ফেরত পাঠানো হচ্ছে।
কী  আইন ভেঙেছেন তারা,  তা জানা যায়নি। ১৩৬ জনের মধ্যে কতজন ত্রিপুরার আছে তাও, এখনও জানা যায়নি,  বলেছেন, ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

বাংলাদেশ থেকে ত্রিপুরার আখাউড়া হয়ে ১০৫ জন আসবেন ২৮ মে।  তাদের  সবার পরীক্ষা করা হবে, এবং রিপোর্ট না আসা পর্যন্ত তাদের কয়ারান্টিনে  থাকতে হবে।

আজ  ১২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। 

ত্রিপুরায় এখন এক্টিভ  ২৪ জন কোভিড  আক্রান্ত। 

মুম্বাই থেকে ট্রেনে আসা যে  ১৬ জনকে পজিটিভ  পাওয়া গেছে,  তাদের সংস্পর্শে আসা ৭৩২ জনকে চিহ্নিত করা হয়েছে। আগামী দু’দিনে  তাদের স্যাম্পল নেয়া হবে।

 

COMMENTS