ভগবান অসফল , বনধ চলছে কাঞ্চনপুরে

আট দিন হল, কাঞ্চনপুরে মিজোরাম থেকে আসা রিয়াঙদের পুনর্বাসন নিয়ে কিছু আপত্তি জানিয়ে একাং বাঙালি এবং মিজো মানুষের জয়েন্ট মুভমেন্ট কমিটি’র ডাকা বনধ উঠল না।
ত্রিপুরার উত্তর অংশে কাঞ্চনপুর। সেইদিকেই পাবিয়াছড়া, সেখানকার বিজেপি বিধায়ক ভগবান দাস, বনধকারীদের সাথে সকালে মিটিঙে বসেন। পাঁচ/ছয় ঘন্টা মিটিঙেও বনধ তুলে নেয়ার সূত্র বের হয়নি।

বিধায়ক পরশুদিন বলেছিলেন, বনধকারীরা রবিবারে বনধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পেঁচারথল ফরেস্ট বাঙলোতে হওয়া মিটিঙে।
বনধকারীদের নেতা সুশান্ত বিকাশ বড়ুয়া বলেছিলেন, মিটিঙে আলোচনার পর সিদ্ধান্ত হবে। তবে তিনি বলেছিলেন, তাদের চারটি দাবি মেনে নেয়া হয়েছে।

শনিবারে বনধকারীরা জাতীয় সড়ক অবরোধ করতে গিয়েছিলেন। একজন পুলিশের গুলিতে মারা গেছেন। গণপিটুনির জেরে মারা গেছেন এক ফায়ারম্যান।

বহুদিন ধরে ঝামেলা চললেও, প্রশাদন আগাম ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতি এড়াতে ব্যর্থ হয়েছে।

COMMENTS