গাঁজা বিরোধী বিএসএফ-পুলিশ অভিযানে কোটি আটক আট বাইক, ধ্বংস গাঁজাও

অভিযান অব্যাহত থাকলেও ত্রিপুরায় গাঁজা চাষ কমছে না।

প্রচুর  গাঁজা নষ্ট করল বিএস এফ এবং পুলিশ। সাথে ছিলেন বন দপ্তরের অধিকারিকরাও।

ঘটনা ত্রিপুরার সিপাহিজলা জেলায়। এই জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের , সীমান্ত নিকটবর্তী গ্রাম ঘটিগড়। অনেকদিন ধরেই জঙ্গলের ভেতরে চলছিল গাঁজা চাষ। অনেকটা এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে প্রসেসিং ইউনিট। এলাকার লোকজন তো আছে্ইন , বাইরে থেকেও অনেকে আসেন কাজ করতে। গতকালও সেরকমই চলছিল ।

বি এস এফ , পুলিশ , বন দপ্তর এক্খসাথে ন অভিযান চালায়, তখন অনেকে মিলে সেখানে গাঁজা শুকোচ্ছেন। বি এস এফ জওয়ান , পুলিশ দেখেই গাঁজা ব্যবসায়ী এবং শ্রমিকরা পুলিশ – বি এস এফের দিকে মারমমুখী হয়ে ওঠে। কয়েক রাউন্ড বুস্ট ফায়ার করে বি এস এফ । পালিয়ে যান গাঁজা শ্রমিকরা।

৪৫০০ গাঁজা গাছ নষ্ট করা হয়েছে, প্রায় এক কোটি টাকা। নষ্ট করা হয়েছে শুকনো গাঁজাও, তাও  ৪৫ লক্ষ টাকা । আটটি বাইক ফেলে রেখে পালিয়ে যান গাঁজা চাষীরা। কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

COMMENTS