সি এ এ বিরোধিতায় পথে নামল খিলাফত

প্রতি বছর কলকাতার রেড রোডে ঈদের নামাজের আয়োজন করে কলকাতা খিলাফত কমিটি। খিলাফত এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আত্মপ্ৰকাশ করলো।

একশো বছর আগে গঠিত হয়েছিল এই কমিটি। দেশের সাম্প্রদায়িক বন্ধনকে দৃঢ় করাই ছিল এই কমিটির উদ্দেশ্য। হিন্দু মুসলমানের সুসম্পর্ককে নষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস আছে এই কমিটির। আজ আবার একই দাবিতে কমিটি মাঠে নেমেছে। এমনই বক্তব্য কলকাতা খিলাফত কমিটির সভাপতি সাকির রানডেরিয়ানের।

গতকাল নাখোদা মসজিদের উল্টোদিকে ৮ জাকির স্ট্রিটে দুপুর থেকেই খিলাফতের উদ্যোগে জমায়েত শুরু হয়৷

সিদ্ধান্ত ছিল মিছিলে থাকবে না কোনও স্লোগান। সবার হাতে ফেস্টুন।শুরু হয় পদযাত্রা।

এভাবেই কলকাতা খিলাফত কমিটি নিজেদের প্রথম ক্যা এবং এন.আর.সি বিরোধী পদযাত্রার মাধ্যমে সারা দেশের নাগরিকত্ব সংশোধন বিরোধী আন্দোলনে সামিল হল।

সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল কোলকাতার শাহীনবাগ ,পার্ক সার্কাসে পৌঁছায়৷৷

ক্যা ও এন.আর.সি বিরোধী কমিটির চেয়ারম্যান মি নুরুল হক যিনি নিজে একজন ব্যস্ত চিকিৎসক ,জানান যে এই প্রতিবাদ কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে।

অন্যান্য যে সমস্ত সংগঠন এই বিক্ষোভ এবং প্রতিবাদে সামিল হয়েছে তাদের সাথে সমন্বয় করে আগামী দিনে প্রতিবাদ চালিয়ে যাবে খিলাফত।

COMMENTS