ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা’র মৃত্যুর ঘটনায় গ্রেফতার একজন।অপহৃত মাছ ব্যবসায়ীর খোঁজ নেই এখনও।

পানিসাগরে রাস্তা অবরোধের সময়ে আহত হয়ে মারা গিয়েছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। সেই ঘটনায় কাঞ্চনপুরের সুকান্ত দেবকে গ্রেফতার করেছে পুলিশ।

কাঞ্চনপুরে মিজোরাম থেকে আসা রিয়াঙ শরনার্থীদের পুনর্বাসন দেয়া নিয়ে এক অংশের মিজো এবং বাঙালিদের জয়েন্ট মুভমেন্ট কমিটি লাগাতর বনধ করে। তার মাঝে একদিন জাতীয় সড়ক অবরোধের ডাক দেয় কমিটি। সেই অব্রোধের দিনে পুলিশের গুলিতে মারা যান একজন, আর ওই সরকারী কর্মচারী আহত হন, পরে মারা যান।

পুনর্বাসন নিয়ে ঝামেলা আচমকা হয়নি, তার আগেও সরকারী কর্মচারীরা পুনর্বাসনের জন্য জায়গা দেখতে গিয়ে অবরোধের মুখে পড়েছেন, আগেও বনধ হয়েছে। সরকার আগাম ব্যবস্থা নিয়ে লাগাতর, বনধ, জাতীয় সড়ক অবরোধ, ইত্যাদি আটকাতে ব্যর্থ হয়েছে।

 

কাঞ্চনপুরেরই দামছড়ায় ২৭ নভেম্বর লিটন দাস নামে এক মাছ ব্যবসায়ী অপহৃত হয়েছেন। পুলিশ এখনও কোনও হদিশ বের করতে পারেনি। বেশি ঝুঁকি নিয়ে কিছু করা যাবে না বলেও মন্তব্য শোনা গেছে।

সেই ঘটনায় একজনকে উলিয়া রিয়াং নামে  গ্রেফতার করেছে পুলিশ।

COMMENTS