ত্রিপুরায় ইংল্যান্ড ফেরত দ্বিতীয় জন কোভিড নেগেটিভ

ত্রিপুরায় ইংল্যান্ড ফেরত দ্বিতীয় জন কোভিড নেগেটিভ

ত্রিপুরায় গত কিছুদিনে ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন, এমন দুইজনের খোঁজ পাওয়া গেছে এখন পর্যন্ত। দুইজনেরই কোভিড টেস্ট হয়েছে। একজন কোভিড পজিটিভ জানা গেছে আগেই, দ্বিতীয় জন নেগেটিভ।

” দ্বিতীয়জনের স্যাম্পেল টেস্টে নেগেটিভ এসেছে,” বলেছেন ত্রিপুরার ন্যাসনাল হেলথ মিসন ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল।

যার পজিটিভ এসেছে, তার স্যাম্পেল পুনের ন্যাসনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজিতে পাঠানো হয়েছে,নতুন কোভিড স্ট্রেনে তিনি আক্রান্ত কিনা, তা দেখতে।

সেখান থেকে এখনও কোনও খবর পাওয়া যায়নি, তিনি জানিয়েছেন।

ইংল্যান্ডে করোনা ভাইরাস’র একটি নতুন স্ট্রেন পাওয়া গেছে। সেটি আগের তুলনায় সত্তর শতাংশ বেশি ছোঁয়াছে। কম বয়সীদের বেশি আক্রমণ করে। ইংল্যান্ডের সাথে বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ফেরত এবং সেই দেশ হয়ে আসা যেকোনও যাত্রীকেই কোভিড টেস্ট করানোর জন্য নির্দেশ জারি হয়েছে।

COMMENTS