ঝড়ে বেসামাল খোয়াই, কমলপুর।

ঝড়ে ত্রিপুরার অন্তত দুই মহকুমায় প্রচুর ক্ষতি হয়েছে।
কমলপুর ও খোয়াই।
গতরাতে ঝড় এসে বাড়িঘর উড়িয়ে দিয়েছে। ফসল নষ্ট করেছে। বিদ্যুৎ-তার ছিঁড়ে ফেলেছে।
কোনও জায়গায় ত্রান শিবির খোলা হয়েছে। সন্ধ্যার পরেও অনেক জায়গায় বিদ্যুৎ চালু হয়নি।
ক্ষতির পরিমান প্রশাসন এখনও জানেনা।
ঝড়ের আভাষ ভারতের আবহাওয়া দফতর আগেই দিয়েছিল।
মোবাইল টেলিফোনিও থেমে গেছে খোয়াইয়ের আশারামবাড়ির দিকে।
মানুষ মারা যাবার কোনও খবর নেই, তবে পশু মৃত্যুর খবর শোনা গেছে।

 

preload imagepreload image