পেটের জন্য শিক্ষক ধরেছিলেন ড্রাইভিং হুইল। মারা গেলেন অ্যাক্সিডেন্টে।

শিক্ষকতার চাকরি করতেন। চাকরি চলে যাবার পর গাড়ি চালাতেন রোজগারের জন্য।
গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন দৈনিককুমার মলসম। অমরপুরেত কাস্কোতে বাড়ি।
মাত্রই ৩৬ বছর হয়েছিল। ‘১০৩২৩’ অংশের ইউজিটি ছিলেন তিনি।

আগরতলায় ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন একটি পরিবারকে। তেলিয়ামুড়ার কাছে পুলিনপুরে দুর্ঘটনা হয় ফেরার পথে।
দৈনিক মলসুমকে আগরতলায় জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছিল, সেখানে রাতে মার যান। আহত চারজন।

মা-বাবা, চার ভাই, এক বোনের সংসার। পুরানো একটি গাড়ি কিনে রোজগারের চেষ্টা করছিলেন এই শিক্ষক। গ্র্যাজুয়েট ছিলেন, যদিও তার চাকরি ছিল আন্ডার গ্র্যাজুয়েট টিচার’র। বিকালে বাড়িতে পৌঁছেছে দেহ।

 

গত বছর ৩১ মার্চ তাদের চাকরি যাওয়ার পর ৯১ জন শিক্ষক মারা গেলেন। বেশ কয়েকটি আত্মহত্যা আছে। বিশ্ববিদ্যালয়ে সোনার মেডেল পাওয়া ছাত্রীও আছেন সেই তালিকায়।

COMMENTS